নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থী ও নাগরিক সমাজের বিক্ষোভ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১৬:২৮

শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে চলমান দুর্ঘটনা প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে পূর্বধলা উপজেলার সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ।  


রোববার (২৫ জুন) দুপুরে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।


এ সময় শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে মানববন্ধন, প্রতীকী মরদেহ হয়ে রাস্তায় শুয়ে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এর আগে গত ১৫ জুন বৃহস্পতিবার রাত ১১টায় সিএনজিযোগে বাড়ি ফেরার সময় বালুবাহী ট্রাকের চাপায় নিহত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফরিদুজ্জামান রিফাত।


এ মানববন্ধন থেকে শিক্ষার্থীদের দাবিগুলো হলো- পুরো মহাসড়কে রোড ডিভাইডার স্থাপন করা, ওভারলোডিং স্কেল চালু করা, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো বন্ধ করা, শ্যামগঞ্জ-বিরিশির মহাসড়কে থ্রি হুইলার নিষিদ্ধকরণ বাস্তবায়ন করা, নির্দিষ্ট দূরত্ব পর পর পুলিশ বক্স স্থাপন করা এবং সার্বক্ষণিক তদারকি করা, সকাল ৮ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল নিষিদ্ধকরণ, ভেজা বালু বাহি ট্রাক চলাচল নিষিদ্ধকরণ ও বাস্তবায়ন করা, বালু বাহি ট্রাক চলাচলের সময় তা ঢেকে পরিবহণ নিশ্চিত করা ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us