‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে’ আলাদা ওয়াগন যুক্ত করে কোরবানির পশু পরিবহন শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে দুটি ওয়াগনে ৪০টি গরু ও ছয়টি ছাগল পরিবহনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
অন্যবারের মতো এবার আর ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু করা হয়নি। তার বদলে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনকেই কাজে লাগানো হচ্ছে।
সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে পশু পরিবহনের কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।