You have reached your daily news limit

Please log in to continue


শিশুর কান্না শুনেই বোঝা যায় খিদে পেয়েছে নাকি পেটে ব্যথা! চিনে নিন খুদের এই বিশেষ শব্দগুলো

Why Do Babies Cry: সন্তান জন্মের পরে বাবা-মায়ের মনে নানারকম চিন্তা আসতে শুরু করে। শিশুর সব প্রতিক্রিয়াই তার অভিভাবকদের কাছে নতুন। তাই মাঝেমধ্য়ে শিশুর মন বুঝে ওঠাও বেশ কঠিন হয়ে ওঠে। নবজাতক কান্না ছাড়া আর কোনওরকম অভিব্যক্তি প্রকাশ করতে পারে না। তাই সে খিদে পেলেও কাঁদে, কষ্ট হলেও কাঁদে, ঘুম পেলেও কান্নাকাটি করে। কিন্তু ছোট্ট শিশুর মা প্রথম প্রথম বুঝতেই পারেন না যে, তাঁর সন্তান কেন কাঁদছে! বিশেষজ্ঞদের মতে, শিশুর কান্নার শব্দই বুঝিয়ে দেয় আসলে সে কী প্রকাশ করতে চাইছে। ঘুম পেলে শিশু কী ভাবে কাঁদে, খিদে পেটে তার কান্না কেমন? ধীরে ধীরে স্ক্রোল করতে থাকুন…(ছবি-istock)

শুনতে অবাক লাগলেও এই কথা কিন্তু সত্যি! বাচ্চার ন্যাপি ভিজে গেলে সে তার কান্নার মাধ্যমেই বুঝিয়ে দেয়। আপনি সামান্য মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন যে, তার কান্নার শব্দ অন্য কিছু বোঝাতে চাইছে। সেই সময়ে শিশুর ডায়পার চেক করতে হবে, তা ভিজে গেলে বদলে দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন