গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের পর প্রকৃতিতে শুরু হয়েছে বর্ষাকাল। বৃষ্টির ছোঁয়ায় শুষ্ক, রুক্ষ প্রকৃতি হয়ে উঠছে সবুজ। বর্ষার কদম ফুল আমাদের মনকে করে উদ্বেলিত, হৃদয়কে করে প্রস্ফুটিত।তবে বর্ষাকাল যেমন আমাদের মন চাঙ্গা করে, তেমনি চারপাশে তৈরি করে গুমোট ও স্যাঁতসেঁতে পরিবেশ।
বিশেষ করে যেসব এলাকা অধিক ঘনবসতিপূর্ণ, যেমন– শিল্পকারখানা, বাজার, হোস্টেল, এমনকি বাসাবাড়িও বর্ষায় স্যাঁতসেঁতে হতে পারে। এমন পরিবেশে সহজেই বেড়ে ওঠে ছত্রাকসহ বিভিন্ন অণুজীব। এসব অণুজীব সহজেই বাতাসের সাহায্যে আমাদের ফুসফুসে ঢুকে আক্রান্ত করে ফেলতে পারে।