জুতো, জামা জুটত না! সেই ভেলুমানি এখন কোটি কোটি টাকার সংস্থার মালিক

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১৫:৫৩

দু’সপ্তাহ ধরে ‘বাঁদরামি’ চলছিল শহরের বুকে। আহত হয়েছিলেন প্রায় জনা কুড়ি স্থানীয়। শহরের অলিগলিতে ছড়িয়ে পড়েছিল হিংস্র বাঁদরের আতঙ্ক। বুধবার সন্ধ্যায় অবশেষে ধরা পড়ল সেই ‘কীর্তিমান’ বাঁদর। মধ্যপ্রদেশের রাজগড় শহরের ঘটনা। দু’সপ্তাহ ধরে সেই শহরের আট শিশু-সহ প্রায় ২০ জনের উপর হামলা চালিয়ে তাদের ঘায়েল করেছিল বাঁদরটি।


জেরবার হয়ে প্রশাসনের তরফে বাঁদরটির মাথার দাম হিসাবে ২১ হাজার টাকা ধার্য করা হয়েছিল। বুধবার সন্ধ্যায়, প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে বাঁদরটিকে বাগে আনার জন্য অভিযান শুরু করে উজ্জয়িনী থেকে আসা বিশেষ উদ্ধারকারী দল। বাঁদর ধরার জন্য ড্রোন এবং ঘুমপাড়ানি গুলিও ব্যবহার করা হয়। চার ঘণ্টার অভিযান শেষে ধরা পড়ে বাঁদরটি। বাঁদরটিকে কী ভাবে ধরা হচ্ছে, তা দেখার জন্য বুধবার সন্ধ্যায় রাজগড় শহরের একাধিক জায়গায় ভিড় জমান স্থানীয়রা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us