মৃত্তিকার মুক্তির জন্য

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ২২ জুন ২০২৩, ০৭:০১

লালন সাঁই যদিও নগদ লাভের পক্ষে সওয়াল করিয়াছেন; অন্তত কৃষিক্ষেত্রে উহা প্রযোজ্য হইতে পারে না। আমরা যেই কৃষি ব্যবস্থার সুফল লাভ করিতেছি, উহার নেপথ্যে সহস্র বৎসর ধরিয়া প্রাকৃতিক ও মনুষ্য ‘বিনিয়োগ’ রহিয়াছে। দুর্ভাগ্যবশত, সহস্র বৎসরের সেই সাধনা ও ত্যাগের ধন অবিমৃষ্যকারিতায় ধ্বংস হইয়া যাইতেছে। বিশেষভাবে বলিতে হইবে ‘টপ সয়েল’ তথা ভূমির উর্বরতা শক্তিসম্পন্ন আস্তরণ অবহেলায় হারাইবার কথা। যেইরূপ কৃষিজমি ভরাট করিয়া বিভিন্ন স্থাপনা তৈরি হইতেছে, সেইরূপ স্থাপনা তৈরির ইট বা সিরামিকও আসিতেছে ঐ উর্বর মাটি পোড়াইয়া।


দেশের যত্রতত্র ইটভাটা স্থাপিত হইবার কারণে একদিকে মহামূল্যবান কৃষিজমি হ্রাস পাইতেছে, অন্যদিকে পরিবেশ ও জনস্বাস্থ্য নাজুক হইয়া পড়িতেছে। এহেন পরিস্থিতিতে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পাওয়া ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’ আশার আলো না দেখাইয়া পারে না। অনুমোদিত খসড়া আইনে ফসলি জমির টপ সয়েল কাটিলে ২ বৎসর কারাদণ্ডের বিধান রাখা হইয়াছে। এখন আমরা ইহার দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us