আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও নির্বাচনে ভোট দিতে যাবেন না বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘ইভিএমের মাধ্যমে সরকার পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য নাটক সাজিয়েছে। এটা সম্পূর্ণ পাতানো নির্বাচন। মানুষ এখন অনেক সচেতন। সিটি নির্বাচন সিলেটের মানুষ বর্জন করেছে। কারণ এই সরকার মানুষের প্রতি অন্যায়-অবিচার করেছে। ভোটসহ মানুষের সব অধিকার কেড়ে নিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে ইভিএম ভোট কারচুপির একটি মহা আয়োজন।’
ভোট দিতে যাওয়া ও নির্বাচন বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (২০ জুন) রাত সাড়ে ১০টায় এ কথা বলেন তিনি।
মেয়র আরিফুল বলেন, ‘মানুষের ভোটের অধিকারসহ ন্যায্য সব অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করে যাচ্ছে বিএনপি। বিএনপির এই লড়াইয়ে সিলেটের মানুষ সম্পৃক্ত রয়েছে। নির্বাচনে অংশ নেওয়ার কারণে দলের হাইকমান্ড সিলেট বিএনপির ৪৩ নেতাকর্মীকে বহিষ্কার করেছে। আমিও দলের নির্দেশনা মেনে নির্বাচন বয়কট করেছি। কারণ এটা সরকার লোক দেখানো পাতানো নির্বাচন করে।’