মাত্র ১৬ বছর বয়সে হিন্দি সিনেমায় এসেছিলেন বলিউডের ‘বাজিগর’ নায়িকা কাজল। ফিল্মি দুনিয়ায় পা রাখার আগে তার বাবার সাবধান বাণী ছিল- একবার এই জগতে ঢুকলে বের হওয়া কঠিন, তাই মেয়ে যেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। তিন দশক পর কাজলের উপলব্ধি, বাবার কথাই ঠিক ছিল।
কাজলের জন্ম সিনেমা পরিবারে, মা এককালের বাংলা-হিন্দি সিনেমার নায়িকা তনুজা এবং বাবা চলচ্চিত্র নির্মাতা সোমু মুখোপাধ্যায়। ১৯৯২ সালে সোমু মুখোপাধ্যায়ের প্রযোজনা এবং পরিচালনায় ‘বেখুদি’ সিনেমা দিয়েই কাজলের বলিউডে আত্মপ্রকাশ। কিন্তু মেয়েকে সিনেমায় আনার ব্যাপারে এই নির্মাতা ছিলেন সিদ্ধান্তহীনতায়।
কাজলের বাবার সেই ‘দোনোমোনো’ অবস্থার কথা জানিয়েছে আনন্দবাজার।