রাজনীতি এখনো শেখ হাসিনার নিয়ন্ত্রণেই

জাগো নিউজ ২৪ মোনায়েম সরকার প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১১:৫৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে ভেতরে ভেতরে নানা ভাঙা গড়ার খেলা চলছে। বাইরে থেকে সবটুকু এখনো দৃশ্যমান না হওয়ায় এ নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা যাবে না। তবে নানা জনের নানা কথা, সংবাদপত্রে সব প্রকাশ না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব মন্তব্য-প্রতিক্রিয়া, মতামত প্রকাশ পাচ্ছে, তাতে বোঝা যায়, সবার মধ্যেই এক ধরনের অস্থিরতা আছে।


সরকার ও সরকারি দলের মধ্যে যেমন অস্থিরতা আছে, তেমনি সরকারবিরোধীদের মধ্যেও আছে। অস্থিরতা-অস্বস্তি আছে সাধারণ নাগরিকদের মধ্যেও। সরকার যেমন ক্ষমতায় থাকার উপায়-কৌশল নিয়ে ভাবছে, তেমনি সরকারের প্রধান প্রতিপক্ষ বিএনপিও ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। সাধারণ মানুষের মূল ভাবনা, যেভাবে ব্যয় বাড়ছে আর আয় কমছে, তাতে টিকে থাকা যাবে তো? অবশ্য রাজনৈতিক মহলে এমন মতই এখন পর্যন্ত প্রবল যে ক্ষমতাসীন আওয়ামী লীগকে টেক্কা দেওয়ার মতো রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি বিএনপি এখনো অর্জন করতে পারেনি। তাই আগামী নির্বাচনেও জয় পাবে আওয়ামী লীগই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us