You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ কি দ্রুততম সময়ে স্বাস্থ্যসেবায় উন্নয়ন আনতে পারবে?

শামসুর রাহমানের মতো বলতে হয় ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’। স্বপ্ন ‘দ্যাখে’ ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে রূপান্তরিত হবে। সেই পথরেখা ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় বর্তমানের ২ হাজার ৮২৪ ডলার থেকে ১৩ হাজার ডলারে উন্নীত হবে সেই সময়ে। কিছু মানুষ নিশ্চয় সেদিন উন্নত চিকিৎসা ক্রয় করার আর্থিক সামর্থ্য অর্জন করবে। তবে স্বাস্থ্য খাতের বর্তমান স্বতঃস্ফূর্ত ও বল্গাহীন বিকাশের ধারা জানাচ্ছে, সেদিনও বেশিরভাগ মানুষের স্বাস্থ্যসেবায়  প্রবেশের সুযোগ সীমিত থাকবে, সেদিনও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার জন্য মানুষের হাহাকার থাকবে। অত দূরে নয়, আগামী পাঁচ বছরে কি কোনও দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব? আপনি কোথায় বাধা আছে মনে করেন?

আমার তালিকায় প্রধান তিনটি বাধা–

১। স্বাস্থ্য সরকারের অগ্রাধিকার খাত নয়।

২। স্বাস্থ্যসেবা নেতৃত্ব ও জাতীয় নেতৃত্বের কাছে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের পথ স্বচ্ছ নয়। অধিকন্তু স্বাস্থ্য নেতৃত্ব ও জাতীয় নেতৃত্বের মধ্যে উন্নয়নের পথ নিয়ে কোনও স্পষ্ট ঐকমত্য নেই।

৩। স্বাস্থ্য খাতে পরিবর্তন আনতে প্রয়োজনীয় বড় বিনিয়োগে অর্থ সংকট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন