You have reached your daily news limit

Please log in to continue


১১ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৬২ শতাংশ

উন্নয়ন কর্মকাণ্ডে একরকম স্থবিরতা চলছে। গত মে মাস পর্যন্ত চলতি অর্থবছরের ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার গত দুই অর্থবছরের মধ্যে কম। ১ লাখ ৪৬ হাজার ২১ কোটি টাকা ব্যয় করতে পেরেছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। বরাদ্দ অনুযায়ী এখনও অব্যয়িত অর্থ ৯০ হাজার ৫৩৯ কোটি টাকা। অথচ অর্থবছর শেষ হতে আর মাত্র এক মাস বাকি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ৬১ দশমিক ৭৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৬৪ দশমিক ৮৪ শতাংশ। অবশ্য একক মাসের হিসাবে পরিস্থিতি তুলনামূলক। গত মে মাসে বাস্তবায়ন হয়েছে ১১ দশমিক ৪০ শতাংশ হারে, যা গত অর্থবছরের একই মাসে ছিল ১০ দশমিক ২৭ শতাংশ। গত মাসে ব্যয় হয়েছে ২৬ হাজার ৯৫৭ কোটি টাকা। গত অর্থবছরের একই মাসে যা ছিল ২২ হাজার ৫৫৮ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন