বিএনপির প্রতি বদরুদ্দীন উমরের পরামর্শ এবং বাস্তবতা

সমকাল সাইফুর রহমান তপন প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ০২:০১

বিশিষ্ট বামপন্থি লেখক ও গবেষক বদরুদ্দীন উমর শুক্রবার বিএনপির চলমান আন্দোলন সম্পর্কে বলেছেন: তারা বলছে, নির্বাচন করব না; কিন্তু নির্বাচন করতে দেওয়া হবে না– এ কথা বলছে না। তাই তাঁর পরামর্শ, ‘নির্বাচনের আগে থেকে আওয়াজ তুলব, জনগণকে সংগঠিত করব এবং জনগণ নিয়ে সব নির্বাচনী কেন্দ্র ঘেরাও করব, নির্বাচন হতে দেব না– এভাবে বলতে হবে।’ জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্রের সংগ্রাম ও সংবাদপত্র’ শীর্ষক  আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন। জনাব উমর বর্তমানে দেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বুদ্ধিজীবীদের একজন শুধু নন; প্রবীণ বাম রাজনীতিকও বটে। সেই সঙ্গে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি। মার্ক্সবাদী তাত্ত্বিক হিসেবেও ব্যাপক পরিচিতি তাঁর। তাই তাঁর এ বক্তব্য জনপরিসরে বেশ আলোচনার জন্ম দিয়েছে।


এ আলোচনার পেছনে দুটো কারণ কাজ করছে বলে আমার মনে হয়। প্রথমত, বদরুদ্দীন উমরকে আমরা বরাবরই বামপন্থিদের নিজস্ব শক্তি গড়ে তোলার পক্ষপাতী বলে জেনেছি। সে জন্য তাঁকে এতদিন আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক প্রধান দুই রাজনৈতিক শিবিরের যে কোনোটার সঙ্গে বামদের জোটচর্চার কঠোর সমালোচনা করতে দেখা গেছে। তিনি বলে আসছেন, বামদের উচিত নিজস্ব কর্মসূচির ভিত্তিতে দেশের মেহনতি মানুষদের সংগঠিত করায় মনোযোগী হওয়া। কিন্তু আজকে তিনি যখন বর্তমান সরকারকে হটাতে বিএনপির ওপর নির্ভর করছেন, তখন প্রশ্ন জাগা স্বাভাবিক– তবে কি শাসক শ্রেণির বিরুদ্ধে বামপন্থিদের স্বতন্ত্র লড়াইয়ের বাস্তবতা নাই হয়ে গেছে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us