কোনো নিষেধাজ্ঞা বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না: নাছির

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ২২:৫৮

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কিছু পরাক্রমশালী দেশ বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়। তারা ৭১ সালেও বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারেনি এবং ব্যর্থ হয়েছে এবারও বাংলাদেশ ও বাঙালিকে দাবিয়ে রাখার দেশি-আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে।


কোনো পরাক্রমশালী দেশের পরিকল্পিত কৌশল ও নিষেধাজ্ঞা বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না।  


রোববার (১৮ জুন) সকালে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, শুধুমাত্র বৃক্ষরোপণ নয় কি কারণে পরিবেশ দূষণ হচ্ছে সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলো যাতে আমাদের অভ্যাসগত ধারণা থেকে পরিত্যাগ করতে পারি সে ব্যাপারেও সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু দূষণ ও পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে সোচ্চার হয়েছেন। তিনি দায়ী করছেন উন্নত দেশগুলোই বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। তাদেরকে এই দায় অবশ্যই বহন করতে হবে এবং উন্নয়নশীল দেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোকে পরিবেশ রক্ষা ও প্রাকৃতিকগত দূষণ মোকাবেলায় শুধু সহায়তা নয় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us