গোসলের সময় কানে পানি ঢুকেছে?

সমকাল প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ১৭:৩২

গোসল করতে গেলে অনেক সময় অসাবধানতাবশত কানে পানি ঢুকে যায়। শুধু ছোটরা নয়,বড়রাও অনেক সময় এ সমস্যায় পড়েন। পানি ঢুকলে কানের মধ্যে ভোঁ ভোঁ শব্দ, কখনও কখনও অসহ্য যন্ত্রণা হয়। জানেন কী খুব সহজেই কানে জমে থাকা পানি বের করা যায়। যেমন-


১, যে কানে পানি ঢুকেছে, সেদিকে মাথা কাত করুন। হাতের তালু অন্য কানের উপরে রেখে চাপ দিন। এবার হাতটি সরিয়ে নিন। দেখবেন অনেকটা পানি বের হয়ে যাবে। এভাবে বেশ কয়েকবার করুন।


২. কানের পানি বের করার আরেকটি উপায় হচ্ছে নিঃশ্বাস-প্রশ্বাসের মাধ্যমে পানি বের করা। একটা লম্বা শ্বাস নিন। এবার দুই আঙুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে দিন। এবার বন্ধ নাক দিয়েই নিঃশ্বাস ফেলার চেষ্টা করুন। কান থেকে এমনিতে পানি বেরিয়ে যাবে।


৩. কানের পানি বের করতে চুইংগাম চিবিয়ে খান। এতে দাঁত, মাড়ি ও কানের পাশের পেশিগুলোর নড়াচড়ায় কানের পানি বেরিয়ে আসবে।


৪. যে কানে পানি ঢুকেছে সে কানটিতে বালিশ চাপা দিয়ে শুয়ে থাকুন। এতে সমস্যা অনেকটা কমবে।


৫. হেয়ার ড্রায়ার ব্যবহার করেও কানের পানি বের করতে পারেন। কানে গরম হাওয়া দিলেও স্বস্তি পাবেন।


৬. যে কানে পানি ঢুকেছে সেই কানে আরেকটু পানি দিয়ে দিলে আগের পানিও একসঙ্গে বেরিয়ে যায়। তবে, এটা করা কিছুটা বিপজ্জনক হওয়ায় এমনটা না করাই ভালো।


৭. তুলা দিয়ে কানের পর্দায় আসতে আসতে ঘষতে পারেন। তুলো কানের মধ্যে জমে থাকা পানি টেনে নিতে পারে। সেক্ষেত্রে বন্ধ হওয়া কান আবার খুলে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us