এনজিও হবে কোম্পানি, বাড়বে কর

প্রথম আলো প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ১১:৩৬

দেশের বেসরকারি সংস্থা বা এনজিওকে কোম্পানি করের আওতায় আনা হয়েছে। নতুন আয়কর আইনে এনজিওকে কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে এখন থেকে এসব সংস্থাকে সাড়ে ২৭ শতাংশ হারে কর দিতে হবে।


জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে বিল আকারে উত্থাপিত নতুন আয়কর আইনে কোম্পানির সংজ্ঞায় বেশ কিছু পরিবর্তন আনা হয়। তাতে এনজিও ব্যুরো বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) থেকে নিবন্ধিত যেকোনো প্রতিষ্ঠান তথা এনজিও, শিল্প ও বাণিজ্য সংগঠন, যেকোনো ফাউন্ডেশন, সমিতি, সমবায় সমিতি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কোম্পানির সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে।


এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত করপোরেট বা কোম্পানি করহার ২৭ শতাংশ। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নগদ লেনদেনের ক্ষেত্রে শর্ত মানতে হবে। যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান শর্ত না মানে, সে ক্ষেত্রে করহার বেড়ে ৩০ শতাংশে দাঁড়াবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us