দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন গড়িমসি

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ০৭:৩৬

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা কক্সবাজারের ক্যাম্প থেকে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর হলেও বিপুলসংখ্যক রোহিঙ্গাকে সামাল দেওয়া বেশ কঠিনই বলা যায়। মিয়ানমারে ফেরত যাওয়া যেহেতু দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছে, ফলে অবরুদ্ধ পরিবেশে থাকা রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হওয়ার চেষ্টাতেই সমাধান খোঁজে।


এর জন্য যেকোনো প্রকারে হোক জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সংগ্রহে প্রাণপণ চেষ্টা করে যায় তারা। এর জন্য এ দেশের মানুষেরই একটি দালাল চক্র তৈরি হয়ে গেছে, সেই সঙ্গে আছেন অসাধু কিছু কর্মকর্তা। আরও অবাক ব্যাপার হচ্ছে, অনেক সময় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না।


আমরা দেখতে পাচ্ছি, রোহিঙ্গাদের জন্মসনদ দিতে গিয়ে ধরা পড়ার পরও বহাল তবিয়তে আছেন অভিযুক্ত কর্মকর্তারা। ফলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও এ দেশের নাগরিক সুরক্ষার জন্য হানিকর একটি কর্মকাণ্ডকে বরং উৎসাহিতই করা হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us