ভূমিকম্পের ধাক্কা যথাস্থানে লাগিলো কি

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ০১:৩০

শুক্রবার সকালে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে সমগ্র দেশ যেইভাবে কম্পিত হইয়াছে, উহা ক্ষয়ক্ষতি যত না করিয়াছে আতঙ্ক ছড়াইয়াছে তাহার তুলনায় অনেক বেশি। এইরূপ আতঙ্ক অস্বাভাবিকও নহে। কারণ, মাত্র দুই মাসে এই লইয়া চারটি ভূমিকম্প ঘটিল যেইগুলির উৎপত্তিস্থল বাংলাদেশের সীমারেখার মধ্যে। বিশেষজ্ঞগণ বারংবার বলিয়া আসিতেছেন যে, দেশের অভ্যন্তরে এইরূপ ক্ষুদ্র কম্পন বৃহৎ ভূমিকম্পের পূর্বাভাস।


এইবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল যেই সিলেট, গত দুই বৎসরে ঐ অঞ্চলে অন্তত ১৬ বার ভূমিকম্প ঘটিয়াছে। সিলেট শহর ঢাকা কিংবা চট্টগ্রামের ন্যায় জনবহুল নহে সত্য; কিন্তু ভূতাত্ত্বিক দিক হইতে সম্ভবত দেশের সবচাইতে নাজুক অঞ্চল। ২০২১ সালে সিলেট নগরীর ভূমিকম্প সহনীয়তা পরীক্ষা করিবার পর দেখা গিয়াছিল, বহুতল ভবনগুলির ৭৪ দশমিক ৪ শতাংশের নকশাতেই এই দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থার কথা ভাবা হয় নাই। ফলে ৭ মাত্রার ভূমিকম্পেই ৮০ শতাংশ ভবন ভাঙিয়া পড়িতে পারে। চলতি বৎসরের ২৫ এপ্রিল ৩ দশমিক ৯ মাত্রার এবং ৫ মে ৪ দশমিক ৩ মাত্রার যেই দুইটি ভূমিকম্প ঘটিয়াছিল, উহাদের উৎপত্তিস্থল ছিল রাজধানীর সন্নিকটে যথাক্রমে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার দোহারে। ঢাকার মতোন জনবহুল এলাকায় ভূমিকম্পের ন্যায় দুর্যোগের ক্ষয়ক্ষতি বহুগুণ বাড়িয়া যাইবার আশঙ্কা রহিয়াছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us