You have reached your daily news limit

Please log in to continue


এবার চীনে ৬০ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রন

যুক্তরাষ্ট্রের মেমরি চিপ নির্মাতা মাইক্রন বলছে, আগামী কয়েক বছরে চীনা শহর জিয়ানের চিপ প্যাকেজিং বিভাগে তারা ৬০ কোটি ডলার বিনিয়োগ করবে।

বেশ কিছুদিন ধরেই চীনের সাইবার নিয়ন্ত্রক সংস্থা ‘সিএসি’র নজরে রয়েছে মাইক্রন। গত মাসে সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মেমরি চিপ নির্মাতা কোম্পানিটি তাদের নেটওয়ার্ক নিরাপত্তা পর্যবেক্ষণ শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হয়েছে।

এর পরপরই কোম্পানিটির কাছ থেকে পণ্য কেনার বেলায় চীনা ক্রেতাদেরকে নিষেধাজ্ঞা দেয় সংস্থাটি।

শুক্রবার উইচ্যাটে পোস্ট করা বিবৃতিতে অবশ্য ওই নিষেধাজ্ঞা নিয়ে কিছু বলেনি মাইক্রন।

“এই বিনিয়োগ প্রকল্প কোম্পানির চীনা অংশ ও দলের প্রতি মাইক্রনের প্রতিশ্রুতির কথাই প্রকাশ করে।” – সিইও সঞ্জয় মেহরোত্রার উদ্ধৃতি রয়েছে পোস্টে।

এই বিনিয়োগ পরিকল্পনার মধ্যে রয়েছে তাইওয়ানের পাওয়ারটেক টেকনোলজি’র জিয়ান ভিত্তিক অঙ্গপ্রতিষ্ঠানের কাছ থেকে প্যাকেজিং যন্ত্রাংশ কেনা। ২০১৬ সাল থেকেই নিজস্ব কারখানায় এগুলো ব্যবহার করে আসছে মাইক্রন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন