মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের গাড়িতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা সহকারী হিসেবে চ্যাটজিপিটি বেটা সংস্করণকে পরীক্ষামূলকভাবে পরখ করা হচ্ছে। বিশ্বখ্যাত জার্মান গাড়ি প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান বলছে, সাধারণত চ্যাটজিপিটিতে লিখিত নির্দেশনা বা প্রম্পট ব্যবহৃত হলেও গাড়িচালকেরা কথোপকথনের মাধ্যমে চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত হতে পারবেন। গাড়িচালকেরা কথা বলে চ্যাটজিপিটিতে তাঁদের গন্তব্যের বিস্তারিত তথ্য, রাতের খাওয়ার নতুন রেসিপিসহ আরও জটিল প্রশ্ন করতে পারবেন। গাড়িচালকেরা রাস্তায় তাকিয়ে ও গাড়ির স্টিয়ারিং হুইলে হাত রেখেই চ্যাটজিপিটিকে প্রশ্ন করতে পারবেন।
যুক্তরাষ্ট্রে ৯ লাখের বেশি যেসব গাড়িতে মার্সিডিজ বেঞ্জের এমবিইউএক্স ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে, সেগুলোয় চ্যাটজিপিটির এ বেটা সংস্করণ পরখ করার সুযোগ থাকবে। ১৬ জুন থেকে গাড়িচালকেরা পরীক্ষামূলকভাবে সুবিধাটি চালু করতে পেরেছেন। এর জন্য শুধু সিস্টেমে গাড়িচালককে কথা বলে বেটা প্রোগ্রামে যুক্ত হওয়ার নির্দেশনা দিতে হবে। এরপর হালনাগাদ সংস্করণ ইনস্টল হয়ে যাবে এবং চ্যাটজিপিটিকে ‘ভয়েস অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে ব্যবহার করা যাবে। এ জন্য বাড়তি কোনো খরচ করতে হবে না।