পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় একটি স্কুলে 'সন্ত্রাসী হামলায়' শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে।দেশটির পুলিশ বিভাগের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।উগান্ডার জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনানগা বলেন, ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস এই হামলা চালিয়েছে।
তিনি জানান, শুক্রবার রাতে উগান্ডার পশ্চিমাঞ্চলীয় এমপন্ডাউই এলাকায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলা হয়। সেখানে একটি ডরমিটরি পুড়িয়ে দেওয়া হয় এবং খাদ্য সংরক্ষণাগার লুট করা হয়।পুলিশের এই মুখপাত্র জানান, স্কুল থেকে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে স্কুলের ছেলে-মেয়েও রয়েছে।