গর্ভাবস্থার শুরুতে আল্ট্রাসনোগ্রামের গুরুত্ব যে কারণে

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ১০:১২

গর্ভকালের শুরু থেকে সন্তান প্রসবের মুহূর্ত পর্যন্ত প্রত্যেক মায়ের জন্য গুরুত্বপূর্ণ। গর্ভকালের শুরুতেই জরুরি ও করণীয় প্রথম ধাপ হচ্ছে আলট্রাসনোগ্রাম। এতেই প্রথম স্বর্গীয় অনুভূতি, যেখানে হবু মা তার সন্তানের প্রথম ধুকপুক (হার্টবিট) শুনতে পান, তার অস্তিত্ব নিজ চোখে দেখতে পান। দুটি কোষের সমন্বয়ে গঠিত ভ্রণ থেকে তৈরি হয় মানব সন্তান । ৯ মাস ৭ দিন মাতৃগর্ভে অবস্থান করে মায়ের শরীর থেকে খাবার খেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে এই ভ্রণ। প্রেগনেন্সি পিরিয়ডকে তিন ভাগে ভাগ করা হয়- 1st Trimester (প্রথম তিন মাস), 2nd Trimester (দ্বিতীয় তিন মাস) ও 3rdTrimester (শেষ তিন মাস)। প্রথম তিন মাস গর্ভবতীর জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা এ সময়টি হলো বীজ বপনের সময়। গর্ভে যথাযথ সময় ও যথাযথ স্থানে ভ্রণের প্রতিস্থাপন খুব গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে কোনো ত্রুটি-বিচ্যুতি ঘটলে হবু মা মাতৃত্ব হারাতে পারেন।


প্রথম তিন মাসে জটিলতা : গর্ভাবস্থায় প্রথম তিন মাস বমি হওয়া স্বাভাবিক। কিন্তু এ বমি অতিরিক্ত হওয়ার নাম হাইপার ইমেসিস গ্রাডেরাম। কোনো কোনো ক্ষেত্রে রোগীর অবস্থা এতই খারাপ হয় যে, হাসপালে ভর্তি করে স্যালাইন দিতে হয়। তাই অতিরিক্ত বমি হলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us