জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের চিহ্নিত এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলার পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ জানিয়েছেন।
নাছির উদ্দিন আহমেদ শুক্রবার বিকালে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সিসিটিভি ভিডিও দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও চিহ্নিত করা হয়েছে বলে এসপি নাছির উদ্দিন জানান।
তিনি সাংবাদিকদের বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে আমরা অলরেডি ছয়জনকে গ্রেপ্তার করেছি; বাকিদের চিহ্নিত করতে পেরেছি এবং আমরা ম্যানুয়েলিও আরও কারা ছিল তাদেরকে চিহ্নিত করে ফেলেছি অলরেডি।”
চিহ্নিতদের গ্রেপ্তারে পুলিশের পাঁচটি টিম তিনদিন ধরে কাজ করে যাচ্ছে উল্লেখ করে এসপি নাছির বলেন, “সেই চেয়ারম্যান বাবু, যে এটার [নাদিম হত্যাকাণ্ড] নির্দেশদাতা, হুকুমদাতা তাকে গ্রেপ্তারের জন্য আমাদের এলআইসি টিম কাজ করছে এবং আমরা তার – বলতে পারি যে আমরা হয়তো এক/দুই দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করতে পারব।