‘এআই চিরতরে চাকরি ছিনিয়ে নেবে, বিষয়টা এমন নয়’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জুন ২০২৩, ১১:৫৭

কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব দখল করে ফেলবে না বা চাকরির বাজার ছিনিয়ে নেবে না- এমনই ভরসা দিচ্ছেন এআই’র তিন গডফাদারের একজন।


এআই মানবতার জন্য হুমকিস্বরূপ – কয়েকজন বিশেষজ্ঞের এমন ভয়কেও ‘পুরোপুরি হাস্যকর’ বললেন মেটা বিজ্ঞানী ইয়ান লেকান।


তিনি আরও বলেন, কম্পিউটারের মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে উঠতে এখনও অনেক বছর বাকি। আর ‘আপনার কাছে অনিরাপদ মনে হলে এটা তৈরি না করলেই পারেন’।


সম্প্রতি যুক্তরাজ্য সরকারের এক উপদেষ্টা বিবিসিকে বলেন, কিছু সংখ্যক ক্ষমতাধর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে নিষিদ্ধই করা উচিৎ।


২০১৮ সালে এআই খাতে অবদান রাখায় জেফ্রি হিনটন ও ইয়োশুয়া বেনজিও’র সঙ্গে যৌথভাবে ‘টিউরিং অ্যাওয়ার্ড’ জেতেন লেকান। এর পর থেকেই তারা সবাই ‘এআই গডফাদার’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us