হাথুরুসিংহের বিশ্বাস, ‘এটাই বাংলাদেশের ইতিহাসের সেরা দল’

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জুন ২০২৩, ১১:২৭

বাংলাদেশের ক্রিকেটে অনেকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে বড় কিছু করে দেখানোর স্বপ্ন। সামনের এশিয়া কাপ ও বিশ্বকাপ হতে পারে এর জন্য সবচেয়ে বড় মঞ্চ।


এই দুই টুর্নামেন্টই জেতার লক্ষ্য বাংলাদেশের। সেই স্বপ্ন যেন আরও একটু বাড়িয়ে দিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  


আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ। এই ম্যাচে স্বাগতিকরা আছে বেশ ভালো অবস্থানে। তৃতীয় দিন সকালে ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেন হাথুরুসিংহে। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় এশিয়া কাপ ও বিশ্বকাপের রোডম্যাপ নিয়েও। তখন হাথুরু বলেছেন, এই দলটাই বাংলাদেশের ইতিহাসের সেরা।  


তিনি বলেন, ‘আমরা এশিয়া কাপের জন্য রোডম্যাপ তৈরি শুরু করেছি। এটাই বাংলাদেশের ইতিহাসের সেরা দল। আমাদের সামনে সেরা সুযোগ আছে এমন কিছু করার, যেটা আগে হয়নি। অন্য দলগুলোও একইভাবে প্রস্তুতি নেবে। কিন্তু আমাদের নিয়ন্ত্রণে যা আছে, আমরা সেটিই করতে চাই। ’


আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনশেষে দাপট ছিল বাংলাদেশেরই। প্রথম ইনিংসে ৩৬২ রানের বড় সংগ্রহ গড়ার পর আফগানদের কেবল ১৪৬ রানে অলআউট করে স্বাগতিকরা। তৃতীয় দিনে খেলতে নেমেছে ৩৭০ রানে এগিয়ে থেকে। রীতিমতো রান পাহাড়ে চাপা পড়ছে আফগানরা।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us