চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের জন্য চীন পৌঁছেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
কোভিড মহামরিতে চীনের সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকে গত তিন বছরে বিদেশী কোনো সিইওর সঙ্গেও সাক্ষাত করেননি তিনি।
শুক্রবার তাদের মধ্যে একটি একান্ত বৈঠকের কথা প্রকাশ করেছে সংবাদসংস্থা রয়টার্স, তবে সে সাক্ষাতে কী নিয়ে আলাপ হবে সে বিষয়ে কিছু নেই ওই প্রতিবেদনে।
সিএনবিসি বলেছে, তারা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই সাক্ষাতের ব্যাপারে যোগাযোগ করলেও কোনো জবাব পায়নি।
এর আগে ২০১৫ সালে বোয়াও (Boao) ফোরামে আলাদাভাবে বৈঠক হয় রাজনৈতিক ও ব্যবাসায়িক অঙ্গনের শীর্ষ এই দুই নেতার মধ্যে। চীনের হাইনান প্রদেশে হওয়া ওই সাক্ষাতে তারা জনসাস্থ্যসেবা বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসের ব্যাপারে আলোচনা করেন, বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।