You have reached your daily news limit

Please log in to continue


ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: লাখো মানুষকে সরিয়ে প্রস্তুতি ভারত, পাকিস্তানের

আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’এর পথ বরাবর থাকা এক লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়ে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়েছে ভারত ও পাকিস্তান।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় গুজরাটের কচ্ছ জেলার জখৌ বন্দরের কাছ দিয়ে ‘বিপর্যয়’ স্থলে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। এগিয়ে যাওয়ার পথে এটি ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করবে বলে আবহওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে। 

পূর্বসতর্কতা হিসেবে গুজরাট রাজ্য প্রশাসন উপকূলীয় এলাকাগুলো থেকে ৭৪ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। ওই এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে দুর্যোগ মোকাবেলা ইউনিটগুলোকে মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।  

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ‘বিপর্যয়’ আরব সাগর থেকে গুজরাট উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে আর সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলের কিছু অংশে ভারি বৃষ্টির সঙ্গে তীব্র বাতাস বইছে। এ দুটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন