এবারও ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল অঙ্কের ঘাটতি দেখানো হয়েছে। ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। আয় ৫ লাখ কোটি টাকা আর ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। জাতীয় সংসদের নির্বাচনের আগে এটাই হলো সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট।
প্রতিবছরই ঘাটতি বাজেটের জোয়াল কাঁধে নিয়ে দেশবাসীকে পথ চলতে হয়। যেমন, ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ব্যয় ধরা হয়েছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা আর আয় দেখানো হয়েছিল ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। তার মানে ঘাটতির পরিমাণ পরিমাণ ছিল ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরের বাজেট ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার। সেখানেও ঘাটতির পরিমাণ ছিল ১ লাখ ৪১ হাজার ২১২ কোটি টাকা। আর ২০২০-২১ অর্থবছরের বাজেট ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। সেখানেও আমরা ঘাটতির পরিমাণ দেখি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। ২০২১-২২-এর বাজেটের পরিমাণ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সেখানেও ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। আসলেই কি ঘাটতি বাজেট থেকে আমাদের মুক্তি নেই?