২০১৩ থেকে ২০২৩– এক দশক জয়া আহসান সফলতার সঙ্গে কাটিয়ে দিলেন টালিগঞ্জ পাড়ায়। টানা ১০ বছর একই রকম জনপ্রিয়তার সঙ্গে নায়িকার আসনে টিকে থাকার নজির গড়লেন জয়া, যা ঢালিউডের আর কোনো নায়িকা টলিউডে গিয়ে গড়তে পারেননি। তিনি শুধু বাংলাদেশের নায়িকা নন, কলকাতারও প্রথম সারির নায়িকা। জয়ার কলকাতা সফর শুরু ২০১৩ সালে অরিন্দম শীলের ছবি ‘আবর্ত’ দিয়ে। ২০২৩ সালে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ দিয়ে জয়া টলিউডে তাঁর অভিনয়জীবনের ১০ বছর পূর্ণ করলেন।
গত এক দশকে জয়ার উল্লেখযোগ্য যেসব চরিত্র দর্শকমনে দাগ কেটে গেছে, তার মধ্যে প্রথমেই বলতে হয় কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ ছবির কথা। দুটি ছবি আলাদা হলেও, সিক্যুয়ালের যোগসূত্র রয়েছে। আবির চ্যাটার্জির বিপরীতে জয়াকে দুটি ছবিতে বিধবা ও সধবা দুই রূপেই দেখা গেছে। দশ বছর পার করে জয়া আবার কৌশিকের ছবিতে দাগ কাটলেন ‘অর্ধাঙ্গিনী’র মেঘনা হয়ে। পশ্চিমবঙ্গে জয়া অভিনীত সিনেমাগুলোর বেশিরভাগ চরিত্রেই ছিল বাংলাদেশের ছোঁয়া। যেমন ‘অর্ধাঙ্গিনী’র মেঘনা মুস্তাফি, দেশের অন্যতম এক নদীর নামে নাম।