দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সম্প্রতি অনুষ্ঠিত ও অনুষ্ঠিতব্য পাঁচ সিটি করপোরেশন নির্বাচনকে উহার ‘মহড়া’ হিসাবে দেখিতে চাহিয়াছিলেন অনেকে। এই দফায় তাঁহাদের নিরাশ হইতে হইবে বৈকি। তবে সংশোধনের সময় এখনও ফুরায় নাই।
বর্তমান নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বারংবার প্রত্যয় ব্যক্ত করিয়া আসিতেছিল। গত বৎসর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ উপনির্বাচন প্রথম দফায় বাতিল করিবার মধ্য দিয়া ইসি সাময়িক হইলেও আস্থা ও আশা জাগাইতে পারিয়াছিল। এদিকে দৃশ্যত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে ক্ষমতাসীন দলও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়া আসিতেছিল। কিন্তু গাজীপুর, বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচন সম্পন্ন হইবার পর নাগরিকের প্রত্যাশা এবং ক্ষমতাসীনদের প্রতিশ্রুতি যুগপৎ ভঙ্গ হইয়াছে।