সফটওয়্যার খাতে কথা ও কাজের অমিলের বাজেট

প্রথম আলো ড. বি এম মইনুল হোসেন প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ২১:০৪

পরীক্ষার হলে পেছনের জনকে নকল সরবরাহ করে সামনের জন পৃষ্ঠার নিচে নোট লিখে দিয়েছিল, ‘তুমি লিখে সিরাজকে দিও’। পেছনের জন কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই নকল কপি করায় এতটাই ব্যস্ত ছিল যে সিরাজকে দেওয়া তো দূরে থাক, বরং পরীক্ষার খাতায় হুবহু লিখে রেখে এসেছে, ‘তুমি লিখে সিরাজকে দিও’। ‘হুবহু’ এগোতে গিয়েই হয়েছে কি না, জানি না, তবে এবারের বাজেটে আমাদের সফটওয়্যার খাতেরও কিছুটা ‘সিরাজকে দেওয়া’র মতো অবস্থা হয়েছে।


২০২৩-২৪ অর্থবছরের বাজেটে তথ্যপ্রযুক্তি বিভাগের জন্য ২ হাজার ৩৬৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এবারের বাজেট প্রস্তাবে সফটওয়্যার উৎপাদন ও কাস্টমাইজেশন সেবার ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপের কথা বলা হয়েছে। বিদেশি কিছু সফটওয়্যারের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং ১৫ শতাংশ ভ্যাটের প্রস্তাব দেওয়া হয়েছে। এমন কিছু বিদেশি সফটওয়্যারের শুল্ক আর মূসক বসানোর কথা বলা হয়েছে, যেগুলো এ দেশে তৈরিই হয় না। অদূর ভবিষ্যতে তৈরি হওয়ার সম্ভাবনাও নেই। এর মধ্যে আছে অপারেটিং সিস্টেম, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমস এবং নিরাপত্তা নিশ্চিতকরণের সফটওয়্যারও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

৩০ কোটি টাকায় জলাবদ্ধতা দূর করতে চায় চসিক!

সমকাল | চট্টগ্রাম মেট্রোপলিটন
১ বছর, ৪ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us