অবশেষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পচা শামুকেই পা কাটল। তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফেডারেল আদালতে অভিযুক্ত হলেন। গত ছয় বছরে তিনি এত অপরাধ করেছেন যে তার হিসাব দিতে সাত খণ্ড কিতাব লিখতে হবে। চার বছরের রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তিনি মিথ্যা বলেছেন ৩০ হাজার ৫৭৩ বার। প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট তাঁর প্রতিটি মিথ্যা বা অর্ধমিথ্যার হিসাব রেখেছে। তিনি নানা অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছেন, জরিমানাও দিয়েছেন। তবে কৃতকর্মের জন্য কখনো তাঁকে কারাগারে যেতে হয়নি।
এবার মনে হয় বিপদ ভালোভাবেই ট্রাম্পের ঘাড়ে চেপে বসছে। মার্কিন বিচার বিভাগের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ যদি সফল হন, তাহলে তাঁকে বাকি জীবন কারাগারের ঘানি টেনে কাটাতে হবে।