You have reached your daily news limit

Please log in to continue


যেসব কারণে সৌন্দর্য হারাচ্ছে মেট্রোরেল স্টেশন

মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশন। চালুর পাঁচ মাসের মধ্যে স্টেশনের নিচের ফুটপাত চলে গেছে হকারদের দখলে। ফুটপাতজুড়ে ব্যবসার আনুষঙ্গিক জিনিসপত্র রাখা এবং যত্রতত্র ময়লা ফেলায় সৌন্দর্য হারাচ্ছে মেট্রোরেল স্টেশনের অবকাঠামো। মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করায় এই সমস্যা সৃষ্টি হয়েছে।

রবিবার (১১ জুন) সরেজমিনে দেখা যায়, মেট্রোরেল স্টেশনের নিচের রেলিং ভাঙা, লিফট ও ওঠানামার সিঁড়ির আশপাশে জমে আছে ময়লা, বের হচ্ছে দুর্গন্ধ। চলন্ত সিঁড়ি ঘেঁষে পড়ে আছে হকারদের চৌকি। পিলারে লেগে আছে পান-চুনের দাগ ও পোস্টার। স্টেশনের অগ্নিনির্বাপণ পাইপে ঝুলছে ফুটপাত ব্যবসায়ীদের টানানো দড়ি।

এদিকে বিকাল হতেই হকাররা দোকান খুলে বসায় স্টেশনে ওঠানামায় বাধাগ্রস্ত হচ্ছেন মেট্রোরেল যাত্রীরা। চলাচলে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। ১০ নম্বর মেট্রোরেল স্টেশনে ওঠানামার সিঁড়ির কাছে দেখা যায়নি কোনও নিরাপত্তাকর্মীকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন