অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে আটকে গেছেন বেসিক ব্যাংকে ভয়াবহ ঋণ কেলেঙ্কারির মূল হোতা আবদুল হাই বাচ্চু।
প্রতিষ্ঠানটির একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী সাবেক এই চেয়ারম্যানকে অভিযুক্ত করে একযোগে ৫৯ মামলার চার্জশিট দিয়েছে দুদক। অবশ্য তিনি একাই নন, মামলা দায়েরের আট বছর পর বাচ্চুসহ ১৪৭ জনকে অভিযুক্ত করা হয়েছে চার্জশিটে।
আসামিদের বিরুদ্ধে ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে নাম যুক্ত হওয়ায় আইন অনুযায়ী বাচ্চুকে গ্রেফতারে আর কোনো বাধা রইল না। দুদক ছাড়াও আদালতের নির্দেশে পুলিশও তাকে গ্রেফতার করতে পারবে। যদিও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনো কারও জানা নেই। তবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে তিনি বিশাল খামারবাড়ি গড়ে তুলেছেন বলে শোনা যায়।