চট্টগ্রাম শহরের ব্যস্ততার বড় অংশ বন্দর ঘিরেই। বন্দরে আমদানি করা পণ্য খালাস হওয়ার পর গোটা দেশে ছড়িয়ে পড়ে, আবার রপ্তানির জন্য পণ্যও গোটা দেশ থেকে আসে বন্দরে। কনটেইনারভর্তি এসব পণ্য পরিবহন করে বিশাল বিশাল লরি।
শহরের বাইরে সীতাকুণ্ড থেকে শুরু করে বন্দরের পার্শ্ববর্তী পতেঙ্গা এলাকায় গড়ে ওঠা ডিপো এসব কনটেইনার ব্যবস্থাপনায় থাকে। সেসব ডিপো থেকেই কনটেইনারভর্তি যানগুলো বন্দরে আসা-যাওয়া করে। এই লরিগুলোর চলাচল নগরবাসীর জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। নানা সময়ে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
গত দুই মাসে লরি দুর্ঘটনায় অন্তত তিনজন মারা গেছেন। দুঃখজনক হচ্ছে, একের পর এক প্রাণহানির ঘটনা ঘটে যাওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো কোনো পদক্ষেপ নেয়নি। এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তেমন তৎপরতাও আমরা দেখি না। বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।