খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সরকারেরটা সরকার পেল। বিরোধীদের যা প্রাপ্য সেটিও তারা পেয়েছে। কিন্তু কী পেল বর্তমানের একমাত্র অবাধ ও স্বাধীন বিরোধী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ? এ ব্যাপারে একটি নীতিকাহিনি শোনা যাক। কিছু চতুর ব্যক্তি একবার মহামতি যিশুকে পরীক্ষা করতে এসেছেন। তাঁরা জানতেন, তিনি সত্য ছাড়া মিথ্যা বলবেন না। তখন ফিলিস্তিনে রোমান সিজারের শাসন চলে। কিন্তু যিশু প্রচার করছিলেন ন্যায়রাজ্যের কথা, যেখানে সাম্য থাকবে; সম্রাটের আনুগত্য করতে হবে না কাউকে। চতুর অবিশ্বাসীরা চেয়েছিলেন যিশুখ্রিস্টের মুখ দিয়ে যদি সিজারের বিরুদ্ধে কোনো কথা বলানো যায়, তাহলে তাঁকে বিপদে ফেলা যাবে। তো তাঁরা যিশুকে জিজ্ঞাসা করলেন, সম্রাট সিজারকে রাজস্ব দেওয়া বিধিসংগত কিনা?
যিশু চালাকিটা ধরে ফেললেন। বললেন, আমাকে কেন পরীক্ষা করতে এসেছ? আচ্ছা যাও, তোমরা এই রাজ্যের একটা মুদ্রা নিয়ে আস। তাঁরা নিয়ে এলেন। তিনি প্রশ্ন করলেন, এর ওপর কার প্রতীক আঁকা? তাঁরা বললেন, সিজারের। তখন তিনি বললেন, ‘যাঁর জিনিস তাঁকেই দিয়ে আস। যা সিজারের তা সিজারকে দাও, যা খোদার তা খোদার কাছে সমর্পণ করো।’