ইউক্রেনের মধ্যঞ্চলীয় ক্রিভি রি শহরের আবাসিক এলাকায় বেসামরিক লোকদের লক্ষ্য করে চালানো রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েক ডজন লোক আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত একজন একজন আটকা রয়েছেন বলে ধারণা করছেন উদ্ধারকারীরা।
ক্রিভি রি শহরটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর।মঙ্গলবার শহরটির আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এপির।ক্রিভি রি শহরের মেয়র ওলেক্সান্ডার ভিলকুল বলেন, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১০ হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও একজন আটকে আছে এবং ২৮ জন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্রিভি রি শহরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।