পরাজিত হলেও যে পুরস্কার জোটে, তার একটা দৃষ্টান্ত হয়ে থাকবেন মো. আজমত উল্লা খান। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এবারের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় মেয়র প্রার্থী আজমত উল্লা হেরে যান রাজনীতিতে একেবারে অনভিজ্ঞ ও স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে। তাঁর মেয়র হওয়ার পেছনে প্রথমত তিনটি ফ্যাক্টর কাজ করেছে। এক. নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি।
ভোট সুষ্ঠু হলেও সামগ্রিকভাবে ভোটের হার ছিল ৫০ শতাংশের মতো। পরিবেশ সুষ্ঠু থাকায় যাঁরা ভোট দিতে গেছেন, তাঁরা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।