তিন মাসের সর্বোচ্চে ভারতীয় চালের রফতানি মূল্য

বণিক বার্তা প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১০:২৫

আন্তর্জাতিক রফতানি বাজারে চলতি সপ্তাহে ভারতীয় চালের দাম বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চালের সংকুচিত সরবরাহ এবং সরকার নির্ধারিত দাম বাড়ানোর উদ্যোগ এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। তবে নিম্নমুখী চাহিদার কারণে থাই চালের দাম কমেছে। খবর রয়টার্স।


ভারত চলতি সপ্তাহে প্রতি টন ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চাল ৩৮৮-৩৯৫ ডলারে রফতানি করেছে। গত সপ্তাহে রফতানি হয়েছিল ৩৭৫-৩৮০ ডলারে। 


ভারতে ধান-চাল সংগ্রহের নতুন মৌসুম শুরু হয়েছে। এ মৌসুমে কৃষকদের থেকে সংগ্রহের জন্য প্রতি কেজি চালের দাম ৭ শতাংশ বাড়িয়ে ২ হাজার ১৮৩ রুপি নির্ধারণ করা হয়েছে।


চাল রফতানিকারক প্রতিষ্ঠান সত্যম বালাজির নির্বাহী পরিচালক হিমাংশু আগারওয়াল বলেন, ‘‌স্থানীয় বাজারে এক মাসে ধানের দাম বেড়েছে। ফলে চালের দামও বেড়েছে। স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধি রফতানি মূল্যকে ঊর্ধ্বমুখী করে তুলেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us