ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সরকার। রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরুর পর এ জয় পাওয়ার দাবি করা হলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ব্লাহোদান্তে ও নেস্কুচনে এলাকায় ইউক্রেনীয় বাহিনী জয় উদ্যাপন করছে।
ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী জানান, ব্লাহোদান্তে ও নেস্কুচনের পাশাপাশি মাকারিভকা এলাকারও নিয়ন্ত্র্রণ নেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরুর বিষয়টি নিশ্চিত করেছিলেন। গত সোমবার থেকে দেশের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। তবে পরিকল্পিত এ পাল্টা হামলার শুরুর বিষয়ে শুরুতে মুখ খুলছিল না ইউক্রেন কর্তৃপক্ষ।