You have reached your daily news limit

Please log in to continue


১৬ বছর বয়সীদের ভোটার বানাতে চায় জার্মান সরকার

জার্মানির মধ্যবামপন্থী সরকার দেশব্যাপী নির্বাচনে ভোট দেওয়ার বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করতে চায়। অনেক তরুণ এ ধারণাটিকে সমর্থন করলেও জনসংখ্যার অধিকাংশই ভিন্ন মত পোষণ করেছেন।

জার্মানের সংবিধান ও মৌলিক আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে, কারো ১৮ বছর পূর্ণ হলেও সে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

কিন্তু অনেক তরুণই এ নিয়মে সন্তুষ্ট নন। তাদের প্রশ্ন কেন ১৬ বছর বয়সে ফেডারেল নির্বাচনসহ সব নির্বাচনে ভোট দিতে পারবেন না?

জার্মানির জোট সরকারের তিন দল এ প্রস্তাবের সমর্থন দিয়েছে। দলগুলো হলো-মধ্যবামপন্থী সামাজিক গণতন্ত্রী (এসপিডি), নব্য উদারপন্থী ব্যবসাবান্ধব (এফডিপি) ও পরিবেশবান্ধব গ্রিন পার্টি।

জার্মানির শিশু সুরক্ষা সমিতি এবং জার্মান শিশু তহবিলের পরামর্শ হচ্ছে- তারা ভোটারের বয়স ১৪ বছরে নামিতে আনতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন