আগামী ব্যালন ডি’অর জয়ের লড়াইটা দুই জনের। লিওনেল মেসি এবং আর্লিং হ্যালন্ডের। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, কেভিন ডি ব্রুইনির মধ্যে লড়াই হবে তিন-চার নম্বর পজিশনের জন্য।
মৌসুমে ট্রেবল জিতেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হ্যালন্ড। পঞ্চাশের ওপরে গোলও করেছেন। ট্রেবল জিতেছেন লিওনেল মেসিও। যার একটি বিশ্বকাপ। অপর দুটি লিগ শিরোপা।
ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে তাই দু’জনের হাড্ডাহাড্ডি লড়াই হবে যা বলার অপেক্ষা রাখে না। তবে চার বছর অন্তর ব্যালন ডি’অর প্রাপ্তিতে বড় ভূমিকা রাখে বিশ্বকাপ। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন মেসি। সংবাদ মাধ্যম গোল ডটকমের করা ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিং তাই লিড দিচ্ছেন তিনি।