দুই সেশন থাকতে হেরেও রোহিত বললেন, ‘শেষ পর্যন্ত লড়েছি’

সমকাল প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১৯:০১

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ভারত। প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নভঙ্গ হলো মেন ইন ব্লুজদের। পঞ্চম দিনের প্রথম সেশনে সাত উইকেট হারিয়ে পরাজিত হওয়া ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দাবি করেছেন, তারা শেষ পর্যন্ত লড়াই করেছেন। 


শেষ দিন ভারতের হাতে ছিল সাত উইকেট। ভালো শুরু করেছিলেন বিরাট কোহলি এবং আজিঙ্কা হারানে। কিন্তু একশ’ রানের মধ্যে বাকি সাত উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২৩৪ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে ২০৯ রানে হেরে রোহিত বলেছেন, ‘টস জয়ের পর ভালো বোলিং শুরু করি। প্রথম সেশন খুব ভালো হয়েছিল। এরপর স্মিথের সঙ্গে হেড দারুণ ব্যাটিং করেছে। আমরা বাজে বোলিং করে নিজেদের ডাউন করে ফেলি।’ 


প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৬৯ রান তোলে। ২৮৫ রানের  জুটি গড়েন স্মিথ ও হেড। রোহিত জানিয়েছেন, তারা জানতেন কামব্যাক করা কঠিন হবে, ‘আমরা জানতাম কামব্যাক করা কঠিন হবে, তবে আমরা চেষ্টা করেছি। শেষ পর্যন্ত লড়াই করেছি। এই চার বছর আমরা কঠোর পরিশ্রম করেছি। দুটি ফাইনাল খেলা তারই ফসল।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us