জামায়াতকে দল হিসেবে যুদ্ধাপরাধে বিচার করার জন্য আইন সংশোধন করার প্রক্রিয়া চলমান জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'সংশোধনের জন্য যে আইন সেটি কেবিনেটে কিছু দিনের মধ্যে যাবে।'
আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রশ্নোত্তর পর্বের শুরুতেই গণমাধ্যমকর্মী আইনমন্ত্রীকে জামায়াত প্রসঙ্গে প্রশ্ন করেন এবং মানবতাবিরোধী অপরাধে জামায়াতের বিচার প্রসঙ্গে জানতে চান।
গণমাধ্যমকর্মী জানতে চান, গতকাল জামায়াতে ইসলামী একটি সমাবেশ করেছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করেছে এবং উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন। এই অবস্থায় হঠাৎ ১০ বছর পরে জামায়াত মাঠে। অনেকেই বলার চেষ্টা করছেন, সরকারের সঙ্গে জামায়াতের একটি আঁতাত হয়েছিল। এই বিষয়ে আপনার মন্তব্য কী?
জবাবে আইনমন্ত্রী বলেন, 'জামায়াতকে দল হিসেবে যুদ্ধাপরাধে বিচার করার জন্য আইন সংশোধন করার কথা আমি আগে বলেছি, সেই প্রক্রিয়া চলমান। সংশোধনের জন্য যে আইন সেটি কেবিনেটে কিছু দিনের মধ্যে যাবে।'