পেঁয়াজ নিয়ে দুর্ভাবনার অবসান কিভাবে হবে

বিডি নিউজ ২৪ হাসান মামুন প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১৩:০৬

কৃষককে ভালো দাম দেওয়ার জন্য উত্তোলন মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা হয়েছিল কৃষি মন্ত্রণালয়ের চাওয়ায়। এ অবস্থাতেও এবার রমজানে পেঁয়াজের দাম এবার উল্লেখযোগ্যভাবে কম ছিল। তখন কি আমদানি করা পেঁয়াজও ছিল বাজারে? যে কারণেই হোক, ওই সময়ে পেঁয়াজের দাম কম থাকায় খুশি ছিল ভোক্তারা। আলুর দামও কম ছিল। কোনো একজন তখন ফেসবুকে মন্তব্য করেছিলেন যে, বাজারে পেঁয়াজ আর আলুর দামই কম। নিত্যপ্রয়োজনীয় প্রায় সবকিছুর দাম একযোগে বাড়তে থাকার সময় একটা-দুটা পণ্যের দাম কম থাকলে সেটা স্বভাবতই চোখে পড়ে। তার কারণ নিয়েও আলোচনা হয়। হয়তো রিপোর্ট হয় মিডিয়ায়।


ওই দুটি পণ্যের দাম কম থাকার কারণ হিসেবে ফলন ভালো হওয়ার কথা বলা হয়েছিল। চাহিদার চেয়ে বেশি ফলন হওয়ায় আলু রপ্তানি করা হবে বলেও তখন খবর বেরোয়। এর ফলো-আপ জানি না। ইতোমধ্যে আলুর দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। রপ্তানির উদ্যোগের খবরেই কি দাম বাড়ল? নাকি অতিরিক্ত উৎপাদনের যে খবর দেওয়া হয়েছিল, তাতে কিছু গলদ আছে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us