বরিশাল সিটি নির্বাচন: ভোটের চেয়ে খেলা বেশি

আজকের পত্রিকা প্রকাশিত: ১১ জুন ২০২৩, ০৯:৪৮

রাত পোহালেই ভোট বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে। গতকাল শনিবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। তবে এই নির্বাচনে এখন ভোটের চেয়ে রাজনীতির খেলা বেশি হচ্ছে। গতকাল প্রচারের শেষ দিনে স্লোগান আর মাইকের আওয়াজে কানে তালা লাগার মতো অবস্থা ছিল নগরজুড়ে। কিন্তু আনাচকানাচে কান পাতলেই পাওয়া যাচ্ছিল ২০১৩ সালের হিরণ ট্র‍্যাজেডির শব্দ।


২০১৩ সালের নির্বাচনে ১৭ হাজার ভোটে বিএনপির আহসান হাবীব কামালের কাছে হেরেছিলেন তখনকার জনপ্রিয় মেয়র আওয়ামী লীগের শওকত হোসেন হিরণ। ভোটের পর তিনি ও তাঁর সমর্থকেরা সেই পরাজয়ের পেছনে ‘টেলিভিশনের ব্যাজ পরে আনারসে ভোট দেওয়ার’ অভিযোগ তুলেছিলেন। এক দশক পর একই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন মেয়র পদে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের অনুসারীরা। মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মীর ধারণা, দলীয় কোন্দলে বরিশালেও হতে পারে গাজীপুরের চিত্র।


বসিক নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের ৯ সদস্যের কেন্দ্রীয় টিমের সমন্বয়ক ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম অবশ্য আজকের পত্রিকাকে বলেন, ‘নিশ্চয়তা দিতে পারি, দলে কোনো বিরোধ নেই। সবাই নৌকার পক্ষে কাজ করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’ হিরণ ট্র‍্যাজেডির পুনরাবৃত্তির আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার হিরণ সাহেব নেই, বিএনপির প্রার্থীও নেই; এটা মাথায় রাখতে হবে। আমরা বিশ্বাস করি এবং সেভাবেই সমন্বয় করছি, সবাই দলের প্রার্থীর জেতার জন্য মাঠে নেমেছে এবং নৌকা জিতবেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us