এক আসামি কারাগারে, অন্যজন নিহত, সাজা হলো পলাতক হিসেবে

প্রথম আলো প্রকাশিত: ১১ জুন ২০২৩, ০৬:৩৩

চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর ২০ বছর ধরে কারাগারে বন্দী। আরেক সন্ত্রাসী দেলোয়ার হোসেন ওরফে আজরাইল দেলোয়ার ১৭ বছর আগে মারা যান ‘বন্দুকযুদ্ধে’।


চট্টগ্রাম আদালতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অস্ত্র ও পুলিশের ওপর হামলার মামলায় গত ৩১ মে দুজনের ২০ বছর করে সাজা দেওয়া হয়েছে পলাতক আসামি হিসেবে। কারণ, পুলিশের খাতায় এখনো তাঁরা পলাতক।


আলমগীর ও দেলোয়ার চট্টগ্রামে সন্ত্রাসী হিসেবে আলোচিত নাম। ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন খানের সহযোগী তাঁরা। দুই দশক আগের আলোচিত বহদ্দারহাটের আট খুন ও নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার আসামি ছিলেন তাঁরা দুজন।


জানতে চাইলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম এ ফয়েজ প্রথম আলোকে বলেন, আসামিদের অবস্থান সম্পর্কে আদালতকে জানাবে পুলিশ। এখন পুলিশ কী উদ্দেশ্য নিয়ে এ ধরনের গাফিলতি করেছে, তা খতিয়ে দেখা দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us