মেসির ঘোষণার পর ইনস্টাগ্রামে ১২ ঘণ্টায় ৩৫ লাখ অনুসারী বেড়েছে ইন্টার মায়ামির

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ১৪:০৬

লিওনেল মেসি—এই নামের ওজন কতটা, তা আগেই টের পেয়েছে পিএসজি। ২০২১ সালে মেসি যোগ দেওয়ার পর ফ্রান্সের ক্লাবটির জার্সি বিক্রি হু হু করে বেড়ে গিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও পিএসজির অনুসারীসংখ্যা বেড়েছিল প্রচুর।


আবার পিএসজির হয়ে মেসি শেষ ম্যাচটা খেলে ফেলার পর এক ধাক্কায় ক্লাবটির অনুসারীসংখ্যা কমেছে ৮ লাখ। সেই মেসি কাল নিজের ক্যারিয়ারে নতুন ক্লাবের নাম ঘোষণা করার পর ফুটবলপ্রেমীদের প্রতিক্রিয়া পাল্টায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্টার মায়ামির অনুসারীসংখ্যা বাড়ছে হু হু করে।


বাংলাদেশ সময় কাল রাতে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগদানের ঘোষণা দেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি ঘোষণাটি দেওয়ার আগে ইনস্টাগ্রামে ইন্টার মায়ামির অনুসারীসংখ্যা ছিল প্রায় ১০ লাখ।


‘মার্কা’ জানিয়েছে, মেসির ঘোষণার চার ঘণ্টার মধ্যে ইনস্টায় ১৩ লাখ অনুসারী পায় মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যমটি সোজাসাপটাই লিখেছে, খেলাধুলার ইতিহাসে খুব কম তারকাই জনতার ওপর এতটা প্রভাব রেখেছেন। এ ব্যাপারে মেসির সঙ্গে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোরই তুলনা চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us