ইউক্রেনের খেরসন শহরের শহররক্ষাকারী কাখোভকা বাঁধ ধ্বংস হয়ে যাওয়ার কারণে পানিতে তলিয়ে গেছে ইউক্রেনের কয়েকটি শহর বন্যার পানিতে অনেক রুশ সেনা ভেসে গেছেন বলে জানিয়েছে ইউক্রেন।
আজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনের খেরসন অঞ্চলের একটি বাঁধ ধ্বংসের পর বন্যার পানিতে অনেক রুশ সেনা ভেসে গেছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। দেশটির কর্মকর্তারা বলছেন, প্রায় ৪২ হাজার মানুষ বন্যার ঝুঁকিতে পড়েছেন।