You have reached your daily news limit

Please log in to continue


ফেসবুকের মুছে ফেলা পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুল করে কোনো পোস্ট মুছে ফেললে, খুব সহজেই তা ফিরিয়ে আনা যায়। আপনি যদি কখনো ফেসবুকের পোস্ট মুছে ফেলেন, তবে সেটা তখনই মুছে যায় না, রিসাইকেল বিন নামের গোপন একটি ফোল্ডারে জমা হয় এবং ৩০ দিন পর্যন্ত তা পুনরুদ্ধার করার সুযোগ থাকে। তাই কখনো যদি ভুলে ফেসবুক পোস্ট বা স্ট্যাটাস মুছে যায়, তবে এই পদ্ধতি মেনে তা ফিরিয়ে আনা যাবে বা একেবারে মুছে ফেলা যাবে।

এ জন্য ফেসবুক অ্যাপ খুলে নিজের প্রোফাইলে যেতে হবে। এখানে ‘এডিট প্রোফাইল’-এর পাশে থাকা তিন ডট আইকনে যান। প্রোফাইল সেটিংস পাতা আসবে। এখানকার মেনু থেকে ‘আর্কাইভ’ মেনুতে ক্লিক করুন। অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে ‘রিসাইকেল বিন’-এ ক্লিক করুন। আইওএস বা আইফোনে ‘ট্র্যাশ’-এ যেতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন