জীবনের পথ বড়ই বিপদসঙ্কুল। চারিদিকে খানাখন্দে ভর্তি। একটু বেসামাল হলেই কিন্তু বিপদ নিশ্চিত! তারপর আমৃত্যু সমস্যার ঘাত-প্রতিঘাত সঙ্গে নিয়ে কাটাতে হবে। তাই জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ১০০ বার ভাবা উচিত। নইলে বিপদের শেষ থাকবে না!
এই যেমন কিছু পুুরুষ সুখে শান্তিতে জীবন কাটানোর বদলে সমস্যার অভিমুখেই দৌড় লাগান। মনের দেওয়ানেওয়া সেরে ফেলেন এমন নারীর সঙ্গে যিনি ইতিমধ্য়েই বিবাহিত। তারপর গুটি গুটি পায়ে শুরু হয় কথাবার্তা। এরপর দুর্ভাগ্যক্রমে সেই কথার পৃষ্টে কথা গিয়ে শেষ হয় ‘ভালোবাসাতে’। একথা ঠিক যে প্রেম অন্ধ। সে গরিব-বড়লোকে ফারাক জানে না। সে বিবাহিত-অবিবাহিতের পার্থক্য় মানতেও নারাজ। তবু সমাজ বলে তো একটা জিনিস আছে। এই দুনিয়া মনের নিয়মে চলে না। চলে দেশ-দশের নিয়মে। যে নিয়মে পরকীয়া পাপ, অচ্ছুৎ।